শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসনের কড়া নিরাপত্তায় শুরু হলো শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, অক্টোবর ৯, ২০২৪

প্রশাসনের কড়া নিরাপত্তায় শুরু হলো শারদীয় দুর্গোৎসব
এম.এম হায়দার আলীঃ
ঢাঁকে পড়েছে কাঠি,বেঁজে উঠেছে শঙ্খ। ঘন্টা আর কাঁসর ঝনঝন শব্দে ও উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারিদিক। ধূপ-ধুনোর গন্ধে মোহিত করে তুলেছে আঙিনা। কারন আজ ইং ৯ অক্টোবর বুধবার সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলায়ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় শুরু হয়েছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের ধর্মীয়  উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রাপ্ত তথ্যে জানা যায়,এবছর তালা উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৮৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তালা থানার ১০০ টি পূজা মন্ডপে ৪৭৮ জন আনসার ভিডিপি সদস্য ১১ টি মোবাইল টিমের  ৪৫ জন পুলিশ সদস্য ও পাটকেলঘাটা থানার ৮৪টি পূজা মন্ডপে ৩৫৬ জন আনসার ভিডিপি সদস্য ৯টি মোবাইল টিমের ৩২ জন পুলিশ সদস্য সহ উভয় থানার ১২টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশ  বাহিনীর সদস্যরা মন্ডপে অবস্থান করছেন বলে জানা যায়। যা সর্বমোট ১ হাজার ৩১ জন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী চৌকস টিম সর্বক্ষণ টহল পরিচালনা করছেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মমিনুল ইসলাম পিপিএম ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান,উপজেলার পূজা মন্ডপে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পূজা মন্ডপ গুলোতে আনসার গ্রাম পুলিশসহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল শুরু করেছে। এবং নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে এবং থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। এদিকে তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান,চলতি বছর ১৯৬ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করার কথা থাকলেও। সম্প্রতি অতি বৃষ্টির কারণে খলিযখালি,মাগুরা,খেসরা নগরঘাটা ও ধান্দিয়া ইউনিয়নের পূজা মন্ডপ স্থল পানিতে নিমজ্জিত থাকায়। প্রায় ১৬ টি পূজা মন্ডপে এ বছর শারদীয় দূর্গাপূজা উদযাপন সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।
0 Comments